পরশুরামে নাইজেরিয়ার নাগরিক আটক
ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার অভিযোগে আজ রোববার ভোরে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম গিলভার্ট এপে (৪৫)। তিনি নাইজেরিয়ার অনিশা আনাম্বারা এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে বেশ কিছু ওষুধ, ঘড়ি, মুঠোফোন ও পোশাক জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, আটক ওই ব্যক্তি জানিয়েছেন তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে ভারতের নয়াদিল্লিতে আসেন। সেখানে কিছুদিন অবস্থানের পর ভারত থেকে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে আসছিলেন। কয়েক দফা ব্যর্থ হওয়ার পর অবশেষে রাতের আঁধারে তিনি বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হলেও বিজিবির টহল দলের কাছে আটক হন। তাঁর সঙ্গে আরও কয়েকজন নাইজেরিয়ার নাগরিক ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পুনরায় ভারতে ফিরে গেছেন।
বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আটক নাইজেরিয়ার নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।