বগুড়ায় পৃথক দুর্ঘটনায় ওষুধ কর্মকর্তা ও ট্রাকচালক নিহত

বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনাকবলিত কয়লাবোঝাই ট্রাক।সোমবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায়
ছবি: প্রথম আলো

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে উপজেলা সদরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন (৩৭) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুড়াইল গ্রামের বাসিন্দা। তিনি ইউনিমেড-ইউনিহেলথ ওষুধ কোম্পানির মেডিকেল প্রোমোশন অফিসার ছিলেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাদ্দাম হোসেন দুপচাঁচিয়া হাসপাতাল সড়ক থেকে মোটরসাইকেলের করে থানা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি ট্রাক সাদ্দামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় তা চিহ্নিত করা যায়নি। চালক ও সহকারীকেও আটক করা সম্ভব হয়নি।

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

আজ ভোরে নন্দীগ্রাম উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম আশরাফুজ্জামান (৪৩)। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামে।  দুর্ঘটনায় আহত হয়েছেন চালকের সহযোগী টুটুল। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা আবুল হাসনাত বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।