চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ওমর ফারুক (৬) ও ফাইজা (৮)। তারা কিত্তনখোলা গ্রামের কামাল হোসেনের সন্তান। ওমর ফারুক প্রথম শ্রেণির ও ফাইজা তৃতীয় শ্রেণিতে পড়ত। দুপুরের দিকে সবার অগোচরে ভাইবোন বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কামাল হোসেনের বন্ধু তুহিন হায়দার বলেন, ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার অনেক আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারহান হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ।