সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাক কারখানার কর্মচারী নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

ঢাকার অদূরে সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাক কারখানার এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত ওই ব্যক্তির নাম পলাশ চন্দ্র। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের মাখন লালের ছেলে। তবে পলাশ চন্দ্র আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এপিক গ্রুপের একটি পোশাক কারখানায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতেন। চাকরির সুবাদে তিনি সাভারের নবীনগরে জালালাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সাভার মডেল থানা-পুলিশ জানায়, গতকাল রাতে কাজ শেষে পলাশ বাড়িতে ফিরছিলেন। সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় তিনি পদচারী–সেতু (ফুটওভার ব্রিজ) দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনের দিক থেকে আরিচাগামী লেনের দিকে আসেন। এর কিছুক্ষণ পর পলাশ রক্তাক্ত অবস্থায় দৌড়ে একই এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের কাছে পৌঁছান। পরে টহল পুলিশের একটি দল পলাশকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসাপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তির বুক, পেট, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালোর অস্ত্র দিয়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাশের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’