মুফতি ফয়জুলের ওপর হামলায় ‘ব্যথিত’ আওয়ামী লীগ নেতার পদত্যাগ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় ‘ব্যথিত’ হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার। গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগ করার ঘোষণা দেন।
শাহ আলম কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। রাজনীতির পাশাপাশি কুয়াকাটা পর্যটন এলাকায় তাঁর আবাসিক হোটেলের ব্যবসা আছে।
শাহ আলম বলেন, তিনি গত ৩০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুফতি ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা তাঁকে ব্যথিত করেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তিনি ইসলামী আন্দোলনে যোগ দেবেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা বলেন, শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভায় মেয়র নির্বাচন করতে চান। আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পাবেন না। এটা তিনি বুঝতে পেরেছেন। সে কারণে ইসলামী আন্দোলনের সঙ্গে অনেক আগে থেকেই তিনি যোগাযোগ রেখে চলেছেন। বরিশালের ঘটনা টেনে তিনি পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছেন, এটা নাটক ছাড়া আর কিছুই না। তবে শাহ আলমের পদত্যাগসংক্রান্ত কোনো আবেদন তিনি পাননি বলে দাবি করেন।