নেত্রকোনায় সেনাবাহিনীর অভিযানে ভিজিএফের ৩ হাজার ৬৫৬ কেজি চাল জব্দ
নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ভিজিএফের অন্তত ৩ হাজার ৬৫৬ কেজি চাল জব্দ করেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বানিয়াজন ইউনিয়নের পৃথক দুই স্থানে এ অভিযান চালানো হয়। এই চাল অবৈধভাবে মজুত করার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম এবং শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের জিয়া আহমেদ।
স্থানীয় বাসিন্দা ও নেত্রকোনা অস্থায়ী সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় নেত্রকোনা অস্থায়ী সেনাক্যাম্পের মেজর মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী আটপাড়ার বানিয়াজন ইউনিয়নের ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাঙারির দোকান থেকে ৯৫৬ কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলামকে আটক করা হয়। এরপর রাত দুইটার দিকে সেনাবাহিনী একই ইউনিয়নের সেতুর বাজার এলাকায় জিয়া আহমেদের গুদামে অভিযান চালায়। সেখানে ৫৬টি বস্তায় অবৈধভাবে মজুত করা ২ হাজার ৭০০ কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়। এ সময় গুদামের মালিক জিয়া আহমেদকে আটক করা হয়। পরে মামলা করে দুজনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা হয়েছে। আটক দুই ব্যক্তিকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা জানান, চালগুলো সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে কিনে মজুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি থানা-পুলিশ দেখছে। সুনই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং বানিয়াজান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে এ ঘটনায় মামলা দুটি করেছেন।