‘৯ ফুট বাই ৯ ফুট রুমের ভেতরে পরিবার নিয়ে ৩-৪ জন থাকি, এটা কি মানবজীবন’

সরকারিভাবে পুনর্বাসনসহ চার দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে আটকে পড়া পাকিস্তানি জনগোষ্ঠী। রোববার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনেছবি: মঈনুল ইসলাম

রংপুরের আলমনগরে পুরোনো কাপড়ের ব্যবসা করেন জসিম উদ্দিন। তিনি থাকেন আলমনগরের ইস্পাহানি-২ (বিহারি) ক্যাম্পে। এই ক্যাম্পে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কেমন আছেন, প্রতীকী অনশন কর্মসূচিতে এসে সেই পরিস্থিতি তুলে ধরেন জসিম।

আজ রোববার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আটকে পড়া পাকিস্তানি জনগোষ্ঠীদের (বিহারিদের) সংগঠন স্ট্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) রংপুর শাখার আয়োজনে চার দফা দাবিতে ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

প্রতীকী অনশন কর্মসূচিতে জসিম উদ্দিন বলেন, ‘আমরা এই দেশের নাগরিক, আমরা ভোটার হয়েছি, ভোট দিয়েছি। কিন্তু ৯ ফুট বাই ৯ ফুট রুমের ভেতরে পরিবার নিয়ে ৩-৪ জন থাকি, এটা কি মানবজীবন?’

অনশন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটি রংপুর শাখার সভাপতি মো. শরফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রচার সম্পাদক মুন্না শেখ, সদস্য মোহাম্মদ আবদুল বারী, আবদুল আউয়াল প্রমুখ। বক্তারা বলেন, রংপুরে উর্দুভাষীরা (বিহারি সম্প্রদায়) স্বাধীনতার পর থেকে ১১টি ক্যাম্পে বসবাস করছেন। তাঁরা ঝুপড়িতে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে মানবেতন জীবন যাপন করে আসছেন।

বক্তারা আরও জানান, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকা ক্যাম্পের জন্য বরাদ্দ দেওয়া যেত। দেশে যতগুলো বিহারি ক্যাম্প রয়েছে, সেগুলোতে সুন্দর পরিবেশ ও আধুনিকায়ন করলে বিহারিরা ভালোভাবে থাকতে পারতেন। বিহারি জনগোষ্ঠীর বাসস্থান সমস্যার সমাধান করে পুনর্বাসনেরও দাবি জানান তাঁরা।

মো. শরফুদ্দিন বলেন, ‘আমরাও বৈষম্যের শিকার। ৫৪ বছর ধরে ক্যাম্পে বসবাস করছি। কিন্তু কোনো পরিবর্তন আসেনি। রংপুরে ২৫ হাজার অবাঙালি আছেন। তাঁরা রেলওয়ে বিভাগের জমিতে বসবাস করেন। কিন্তু রেলওয়ে বিভাগ থেকে হুমকি আসে জায়গা খালি করে দেওয়ার।’ তিনি আরও বলেন, ‘আমরা দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা আয়রোজগার করি। এই সামান্য টাকা দিয়ে কোথা থেকে জমি কিনব।’

কর্মসূচিতে অনেকের মধ্যে অংশ নিয়েছেন পারভীন বেগম নামের এক নারী। তাঁর ৮ ছেলে, ২ মেয়ে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। আর এক ছেলে জায়গার সংকটের কারণে দিনাজপুরে ভাড়া বাড়িতে থাকেন। পারভীন বলেন, ‘২ রুমে ১৫ জনকে থাকতে হয়। ওই ঘরেই রান্না করতে হয়। গোসল, কাপড় ধোয়া ও টয়লেটের লাইনে দাঁড়িয়ে সিরিয়াল নিতে হয়। এমনকি পিপাসা লাগলে পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এটা কি মানুষের জীবন হতে পারে?’