সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে দুই তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তারপ্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি সেতুর নিচ থেকে দুই তরুণের লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব–১২–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার বিভিন্ন এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম (২৫), আবু হানিফ (২৪) ও ফেরদৌস শেখ (১৮)।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৬ মার্চ রোববার রাত ১০টার পর বৈকুণ্ঠপুর এলাকা থেকে নিখোঁজ হন বদিউজ্জামান সেখের ছেলে রিয়াজ উদ্দিন সেখ (২১) ও তোতা সেখের ছেলে হৃদয় সেখ (১৮)। তাঁরা সম্পর্কে দূরসম্পর্কীয় চাচা–ভাতিজা। পরে ২০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বেংনাই মৌজার ভেড়ারদহ বেইলি ব্রিজের নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানা–পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই দিনই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।