শ্যামনগরে হরিণের মাংসসহ দুজন গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খৈতলা থেকে সোমবার সকালে হরিণের মাংসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে হরিণের মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ ও থানা-পুলিশের একটি যৌথ দল। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন খৈতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের নাম রবিউল ইসলাম (৩৫) ও আজাদ শেখ (৩০)। রবিউল শ্যামনগর উপজেলার খৈতলা গ্রামের নূরুল আমিন গাজীর ছেলে। আর আজাদ উপজেলার যাদবপুর গ্রামের মো. আমজাদ শেখের ছেলে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নূরুল আলম জানান, তাঁদের কাছে গোপন সংবাদ আসে শিকারি দল সুন্দরবন থেকে হরিণ শিকার করে শ্যামনগরের খৈতলা গ্রামের রবিউলের বাড়িতে অবস্থান করছে। এরপর তাঁরা পুলিশের সহযোগিতা নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালান। সেখান থেকে দুজনকে ১২ কেজি হরিণের টাটকা মাংসসহ আটক করা হয়।

নূরুল আলম আরও জানান, শ্যামনগর থানার উপপরিদর্শক শাখাতুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মামলা করে গ্রেপ্তার দুজনকে সাতক্ষীরায় আদালতে পাঠিয়েছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।