জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল: জি এম কাদের
রংপুর–৩ (সদর–সিটি একাংশ) আসনের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়তো সেই কারণে বিভিন্নভাবে বঞ্চনার শিকার।’
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার দুপুরে রংপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জি এম কাদের বলেন, ‘রংপুর সিটি করপোরেশন আয়তনের দিক থেকে বিশাল। কিন্তু এখানে বরাদ্দ দেওয়া হয় খুব সামান্য। এটাও উত্তরবঙ্গের প্রতি একটা বৈষম্য, বিশেষ করে রংপুর বিভাগের প্রতি বৈষম্য। আরেকটা বৈষম্য জাতীয় পার্টির প্রতি। সিটি মেয়র মোস্তফা পরপর দুবার বিপুল ভোটে নির্বাচিত হলেও তাঁকে কোনো পদমর্যাদা দেওয়া হয়নি। এটাও একধরনের বঞ্চনা-বৈষম্য। এটার ব্যাপারে আমরা সংসদেও কথা বলেছি, কিন্তু তা কার্যকর হয়নি।’
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা হয়তো অনেক সময় সফল হতে পারছি না। তার জন্য আমরা নিরাশ নই। সামনের দিনে আল্লাহর রহমতে আমরা যদি সংসদে যাই, তখন আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুরের জন্য আমাদের ন্যায্য দাবিদাওয়া আদায় করব।’
রংপুরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জি এম কাদের বলেন, ‘আমার কাছে মনে হয়, রংপুরে জলাবদ্ধতা নিরসন এখন বড় সমস্যা। অল্প বৃষ্টি হলেই শহরে পানি জমে যায়। এটা শুধু রংপুরে নয়, বাংলাদেশের প্রায় বড় বড় শহরে এমন সমস্যা রয়েছে। পয়োনিষ্কাশনের জন্য শ্যামাসুন্দরী খালকে যেমন খনন করা দরকার, তেমনি আরও কিছু খালের ব্যবস্থা করা দরকার।’ তিনি বলেন, ‘এখন শহর সম্প্রসারিত হওয়ায় আমাদের বেসিক নিডসগুলো হারিয়ে যাচ্ছে। আগুন লাগলে পানি দেওয়ার মতো কোনো পুকুর-খাল–বিল কিছুই নেই, সব ভরাট হয়ে গেছে। রংপুর শহরের জন্য একটা মাস্টারপ্ল্যান দরকার। ভবিষ্যতের উন্নয়নের জন্য জরুরি।’
জি এম কাদের বলেন, ‘রংপুরে শিল্পায়ন দরকার। শিল্প-কলকারখানা না হলে এখানে গ্যাস আসবে না। রংপুরে যখন শিল্প-কলকারখানা গড়ে উঠবে, তখন সরকার নিজে থেকেই গ্যাস দেবে। আমরা রংপুরে শিল্পায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য চেষ্টা করব এবং গ্যাসের সংযোগের জন্য চেষ্টা করব। এটা সম্ভব হলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধান হবে।’
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাপার কো-চেয়ারম্যান, রংপুর মহানগরের আহ্বায়ক ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার সদস্যসচিব আবদুর রাজ্জাক। মতবিনিময় সভায় নিজের বক্তব্য দেওয়ার সময় জি এম কাদের প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থীর মঙ্গল কামনা করেন।
রংপুর-৩ আসনে জি এম কাদের (লাঙ্গল) ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টির আবদুর রহমান (একতারা), বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দলের সহিদুল ইসলাম (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম) এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর সদর ও সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ ও পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন দুজন।