বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত, আহত দুই বন্ধু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম আফজাল হোসেন (১৭)। সে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পিয়ারপুর গ্রামের বাসিন্দা ছিল। এ ঘটনায় তামিম হোসেন ও নাহিদ হোসেন নামের তার দুই বন্ধু আহত হয়েছে। তামিম উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রাম ও নাহিদ বড়খুদড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় যশোর-মাগুরা মহাসড়কে মাগুরার সীমাখালী এলাকার দিক থেকে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিল আফজাল, তামিম ও নাহিদ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মির্জাপুর এলাকায় পৌঁছালে যশোর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে।

পরে স্থানীয় লোকজন এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে গতকাল রাত সাড়ে নয়টার দিকে আফজালের মৃত্যু হয়।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তামিম ও নাহিদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক অভিজিৎ সিংহ রায়। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে আছে। তবে চালক বাসটি পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।