পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি আটক

বাংলাদেশ–ভারত সীমান্ত
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাঁচ বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের তিন বিঘা করিডর ও দহগ্রাম বিজিবি চেকপোস্ট থেকে আজ শুক্রবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (মধ্যপাড়া) গ্রামের মো. আক্তারু ইসলাম (৪১), তাঁর স্ত্রী মোছা. সোহাগী (৩৫), মেয়ে লাবনী আক্তার (১৮)। অন্যরা হলেন একই গ্রামের মোছা. মুক্তা আক্তার (৩০) ও আফিয়া হোমায়রা।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে দহগ্রাম ইউনিয়ন সীমান্তে প্রবেশের চেষ্টা করেন ওই পাঁচজন। এ সময় দহগ্রাম বিজিবি চেকপোস্টে বিজিবির সদস্যরা স্বাভাবিক তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করার সময় তাঁরা সন্দেহজনক কথা বলেন। পরে তাঁরা বলেন, উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আবদুল হানিফের (১৮) মাধ্যমে তাঁরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য এসেছেন। ওই পাঁচজনকে প্রথমে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে থানায় হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক বিভূতি ভূষণ ব্রতী রায় বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মামলার পর তাঁদের থানায় হস্তান্তর করা হয়।