শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে আরও একটি হত্যা মামলা

শেখ হাসিনাফাইল ছবি: রয়টার্স

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়িচাপায় কলেজ শিক্ষার্থী শারদুল আশিস নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফুন্নাহার রুবী বাদী হয়ে শেরপুর সদর সিআর আমলি আদালতে এ মামলা করেন। শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আদালতের বিচারক মো. হাসান ভূঁইয়া মামলাটি গ্রহণ করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন।

শারদুল আশিস শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জড়াকুড়া গ্রামের ছোহরাব হোসেনের ছেলে। তিনি শেরপুরের ডা. সেকান্দর আলী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শারদুল মারা যান।

বাদীপক্ষের আইনজীবী মো. আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক হুইপ মো. আতিউর রহমান, শেরপুর-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন প্রমুখ। এই মামলার ফলে আন্দোলনে গাড়িচাপায় শারদুল আশিসের মৃত্যুর ঘটনায় দুটি হত্যা মামলা হলো।

এর আগে শারদুলের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে গত ২৭ আগস্ট সদর থানায় প্রথম মামলাটি করেন। ওই মামলায় সাবেক হুইপ আতিউর রহমান ও সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।