খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনা মহানগর ও খুলনা জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। গতকাল শনিবার সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, খুলনা জেলা ও খুলনা মহানগর শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগির ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০১৬ সালের ১৩ অক্টোবর আবদুল মান্নানকে সভাপতি ও গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ২০১৬ সালের ১৩ অক্টোবর ঘোষিত ৩১ সদস্যবিশিষ্ট খুলনা জেলা ছাত্রদল কমিটি ২০১৮ সালের ১০ জুন ২৫১ সদস্যের কমিটিতে বর্ধিত করা হয়। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী, কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসাবে ছয় বছর আগেই এ কমিটির মেয়াদ শেষ হয়েছিল।
অন্যদিকে ২০২১ সালের ২৪ মার্চ ইসতিয়াক আহমেদকে আহ্বায়ক এবং মো. তাজিম বিশ্বাসকে সদস্যসচিব করে খুলনা মহানগর ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে ১২ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর শরীফুল ইসলামকে সভাপতি এবং হেলাল আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৭৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল, যা ২০২০ সালের ২২ ডিসেম্বর বিলুপ্ত করা হয়।