২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হবিগঞ্জে মালবাহী ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে কাটা পড়ে প্রাণ হারালেন তরুণ

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

মালবাহী একটি ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন পাভেল মিয়া (২২) নামের এক তরুণ। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের কাছে। নিহত পাভেল শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন সিলেট যাচ্ছিল। ট্রেনটি বিকেল চারটার দিকে শায়েস্তাগঞ্জ জংশনে পৌঁছালে পাভেলসহ দুই তরুণ এ মালবাহী ট্রেনে ওঠেন। ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে গতি বাড়লে ওই দুই তরুণ ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন লাফ দিয়ে নামতে পারলেও অপরজন চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান। ট্রেনের নিচে কাটা পড়ার এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার গৌর প্রসাদ দাশ জানান, পাভেল মিয়াসহ দুজন মালবাহী ট্রেনের একটি বগিতে ছিলেন। হঠাৎ তাঁরা লাফ দিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পাভেল ট্রেনের নিচে কাটা পড়েন। নিহত পাভেলের লাশ শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠিয়েছে।