কানের দুলের জন্য শিশুকে অপহরণচেষ্টা, নারী আটক
চাঁদপুরে সোনার দুল নেওয়ার জন্য ৯ বছর বয়সী শিশুকে অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। গতকাল রোববার চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকায় এ ঘটে।
ভুক্তভোগী শিশুটির বাড়ি হাইমচর উপজেলায়। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত নারী একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই নারী গতকাল সকালে নূপুর কিনে দেওয়ার কথা বলে বিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই নারী শিশুটির সোনার দুল খুলতে চাইলে শিশুটি দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই নারী দৌড়ে গিয়ে শিশুটির কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তিনি কাদামাটিতে তার মুখ চেপে ধরেন। পরে স্থানীয় এক অটোরিকশাচালক শিশুটির গোঙানির আওয়াজ শুনে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। একই সঙ্গে আশপাশের কয়েকজন বাসিন্দা গিয়ে ওই নারীকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে ওই নারীকে চাঁদপুর মডেল থানায় নেয় পুলিশ।
ভুক্তভোগী ওই শিশু জানায়, ‘স্কুলের বারান্দায় এলে সে (আটক নারী) আমাকে আম্মুর কথা বলে বাইরে ডেকে নিয়ে যায়। আম্মুকে না দেখে আমি চলে যাইতে চাইলে সে আমাকে বলে, “তোমার আম্মু তোমাকে নূপুর কিনে দেবেন। আমাকে বলেছে, তোমাকে বাজারে নিয়ে যেতে।” পরে তিনি আমাকে অটোরিকশায় করে বাজারের দিকে নিয়ে যায় এবং আমার কানের দুল খোলার চেষ্টা করে। আমি অটোরিকশা থেকে নেমে দৌড় দিলে তিনি পেছন দিক থেকে এসে আমার মুখ মাটিতে ফেলে পা দিয়ে চাপ দিয়ে ধরে। আমি চিৎকার দিলে লোকজন এসে আমাকে উদ্ধার করে।’
শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া। তিনি জানান, ওই নারীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।