যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
যশোরের অভয়নগর উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাইকেলকে ট্রেন ধাক্কা দিয়েছে। আহত মোটরসাইকেলের চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার সকালে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাসুম সরদার (৩৬)। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খালেক সরদারের ছেলে এবং স্থানীয় মহাকাল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের নৈশপ্রহরী ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে মাসুম সরদার বালিয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরের নওয়াপাড়ায় যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে ভাঙ্গাগেট এলাকায় ট্রাক টার্মিনাল–সংলগ্ন রেলক্রসিংয়ে পৌঁছান তিনি।
এ সময় ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিলেন না। ছিল না কোনো প্রতিবন্ধকও। এর ফলে বাধা না পেয়ে মোটরসাইকেল নিয়ে ক্রসিংয়ে উঠে যান তিনি। এ সময় বেতনা এক্সপ্রেস ট্রেন মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাসুম সরদার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।