কাটা হচ্ছিল পাহাড়, পাশ দিয়ে যাওয়ার সময় মাটি ধসে পড়ে প্রাণ গেল শিশুর

রোহিঙ্গা আশ্রয় শিবিরফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়া আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৪) পাহাড়ধসে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাকিমপাড়া আশ্রয়শিবিরের বি-ব্লকে এ ঘটনা ঘটে

নিহত শিশুর নাম মো. ছৈয়দ উল্লাহ (১০)। সে পাশের ময়নারঘোনা (ক্যাম্প-১৫) আশ্রয়শিবিরের ইমাম হোসেনের ছেলে। একই সময় মাটি সরিয়ে স্থানীয় রোহিঙ্গারা সৈয়দ নুর (১৫) ও এনায়েত রহমান (৬) নামের আরও দুটি শিশুকে জীবিত উদ্ধার করেন।

রোহিঙ্গা মাঝি কামাল আহমদ বলেন, ভোরে কয়েকজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতরে পাহাড় কাটা শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে এর পাশ দিয়ে যাওয়া সময় তিন শিশুর ওপর চাপা পড়ে পাহাড় কাটা অংশের মাটির খণ্ড। স্থানীয় রোহিঙ্গারা মাটি সরিয়ে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও ছৈয়দ উল্লাহ ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, আশ্রয়শিবিরে পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। আহত দুই শিশুকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।