নৌকার বাইরে গেলেই হিন্দুদের ওপর নির্যাতন করা হয়: নিতাই রায় চৌধুরী
নৌকার বাইরে গেলেই হিন্দুদের ওপর নির্যাতন করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। আজ শনিবার দুপুরে ফরিদপুর সদরের সংখ্যালঘু অধ্যুষিত একটি গ্রাম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের ভোটব্যাংক মনে করে। সংখ্যালঘুরা স্বাধীনভাবে তাঁদের মতামতও প্রকাশ করতে পারেন না। নৌকার বাইরে গেলেই তাঁদের ওপর হামলা-নির্যাতন নেমে আসে। এবার বিএনপি-জামায়াত নির্বাচনে আসেনি, তারপরও সংখ্যালঘুরা নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির উদ্যোগে গঠিত হয় ১১ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি। এই কমিটির প্রধান বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। কমিটির সদস্যরা আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রাম পরিদর্শনে আসেন। তাঁরা রণকাইল গ্রামের মাঝিপাড়া মহল্লায় নির্যাতনের শিকার কয়েকজনের বাড়িতে যান এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নির্বাচনের আগে ও পরে নির্যাতনমূলক যেসব ঘটনা ঘটেছে, তার বিবরণ লিপিবদ্ধ করেন। এ সময় ভুক্তভোগীরা জানান, নৌকায় ভোট না দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয় এবং এখনো তাঁরা ভীতসন্ত্রস্ত।
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জানুয়ারি ‘ডামি নির্বাচনের’ আগে ও পরে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে তাঁদের হতাহত করা হয়েছে। সরেজমিন বিএনপির তদন্ত কমিটি দেশের বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার সংখ্যালঘুদের গ্রামে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে। পরে কেন্দ্রীয়ভাবে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করা হবে।
পরিদর্শনে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও যুবদলের সহ–আইনবিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী। পরিদর্শনকালে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আফজাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বেনজির আহমেদ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন প্রমুখ।
বিএনপির ওই কমিটির সদস্যরা ঢাকা থেকে আজ সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরে এসে পৌঁছেন। পরিদর্শন শেষে দুপুরে তাঁরা ঝিনাইদহের উদ্দেশে রওনা হন।