২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‌বিশ্বনাথ পৌরসভায় ভোটকেন্দ্রের সামনে পু‌লিশের লা‌ঠিপেটা, আটক ৩

কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পু‌লিশ বিক্ষোভকারীদের লা‌ঠিপেটা করে। আজ দুপুর ১২টার দিকেছবি: আনিস মাহমুদ

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর প্রবেশ নিয়ে বিশৃঙ্খলা ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জা‌মিয়া ইসলা‌মিয়া দারুল উলুম মাদা‌নিয়া কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পু‌লিশ।

সিলেটের অতি‌রিক্ত পু‌লিশ সুপার মো. র‌ফিকুল ইমলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাজন আহমদ জা‌মিয়া ইসলা‌মিয়া দারুল উলুম মাদা‌নিয়া কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় অন্য কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা প্রতিবাদ জানান। একপর্যায়ে তাঁরা কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন।

এ সময় কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পু‌লিশ বিক্ষোভকারীদের লা‌ঠিপেটা করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে পুলিশ আটক করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানকার প‌রি‌স্থি‌তি শান্ত হয়। তবে এ ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটারদের উপ‌স্থি‌তি কম দেখা গেছে।

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পু‌লিশ
ছবি: আনিস মাহমুদ

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সহকারী রিটা‌র্নিং কর্মকর্তা মো. গোলাম সারওয়ার বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জা‌মিয়া ইসলা‌মিয়া দারুল উলুম মাদা‌নিয়া কেন্দ্রে ১৮ শতাংশ ভোট পড়েছে।

অতি‌রিক্ত পু‌লিশ সুপার মো. র‌ফিকুল ইমলাম বলেন, বিশ্বনাথের ওই কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এ সময় পু‌লিশ জিজ্ঞাসাবাদের জন‌্য তিনজনকে আটক করেছে।