রায়পুরায় নদী থেকে ব্যক্তির লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের

নিহত কাঞ্চন মিয়ার স্বজনদের আহাজারি। শনিবার বিকেলে রায়পুরা পৌরসভার পূর্বপাড়া এলাকায়ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার কাঁকন নদী থেকে মো. কাঞ্চন মিয়া (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল চারটার দিকে রায়পুরা পৌরসভার পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কাঞ্চন মিয়া রায়পুরা পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মৃত গণি মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, কাঞ্চন মিয়াকে পিটিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি।

নিহত কাঞ্চন মিয়ার চাচাতো ভাই কামরুজ্জামান জানান, আজ সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে কাঞ্চন মিয়া নিখোঁজ ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে কাঁকন নদীতে লাশ ভেসে থাকার খবর পান। থানায় খবর দিলে কোনো পুলিশ সদস্য যেতে পারবেন না জানিয়ে একজন ডোমের মুঠোফোন নম্বর দেওয়া হয়। পরে চারটার দিকে ওই ডোম এসে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেন। এ সময় নদীর পাড়ে একটি চায়নিজ কুড়াল এবং নিহত ব্যক্তির মুঠোফোন ও জুতা পড়ে ছিল। সন্ধ্যা ছয়টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বজন ও স্থানীয় লোকজন জানান, তাঁর চোখসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাতের চিহ্ন আছে। বিভিন্ন জায়গায় কালো দাগ হয়ে আছে। ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পনা করেই উপর্যুপরি পিটিয়ে হত্যার পর লাশ ফেলে দিয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেনকে কয়েক দফা কল দিলেও তিনি ধরেননি।