ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোববারের মধ্যে উপাচার্য নিয়োগের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা
আগামীকাল রোববারের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সময় বেঁধে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এই দাবিতে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেন তাঁরা। গতকাল শুক্রবার বিকেলেও একই দাবিতে মহাসড়ক অবরোধ ও গত সপ্তাহে দুই দফায় বিক্ষোভ ও ছাত্রসমাবেশ করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বেলা সোয়া ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে মহাসড়কে সমবেত হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় রোববারের মধ্যে উপাচার্য নিয়োগ না হলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও ইবিতে কেন এখনো দেওয়া হলো না? কীভাবে দাবি আদায় করতে হয় সেটি ছাত্রসমাজ ভালোভাবেই জানে। আরও কঠোর আন্দোলন যেতে বাধ্য করবেন না। শিগগিরই একজন সৎ, যোগ্য একাডেমিশিয়ান, দুর্নীতিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মুখলেসুর রাহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের বিরোধিতা করবে এমন উপাচার্য আমরা চাই না। এখন সংস্কারের সময়, আর পেছনে তাকানোর সুযোগ নেই। দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ উপাচার্য হলে তাঁকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আগামীকাল রোববার পর্যন্ত উপাচার্য নিয়োগের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে আমরা ছাত্রসমাজ কঠোর হতে বাধ্য হব।’