নিক্সন চৌধুরীর পক্ষে নির্বাচন করায় ফরিদপুরে বিএনপির ২ নেতাকে বহিষ্কার
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর পক্ষে কাজ করায় ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারীকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত রোববার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামে ইউসুফ ব্যাপারীর বাড়িতে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠক হয়। ওই বৈঠকে বিএনপির ওই দুই নেতা বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বক্তব্যের ভিডিওতে তাঁদের বলতে শোনা যায়, ‘বিএনপি নির্বাচনে এলে আমরা আর কারও নির্বাচন করতাম না। বিএনপি নির্বাচনে নেই। তাই আমরা এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলাম।’
বহিষ্কারের বিষয়ে ইউসুফ ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘এতে আমি অসন্তুষ্ট নই। আমি বিএনপি করি। টাকা কিংবা সুযোগ-সুবিধার জন্য দল করি না। আমার দল নির্বাচন করছে না। এ জন্য এলাকার পরিবেশ-পরিস্থিতির কারণে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কথা বলতে হয়েছে। এ জন্য দল আমাকে বহিষ্কার করলে আমার কিছু বলার নেই।’