মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জে মহাসড়কসহ সব সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চালকেরা। আজ রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ব্যস্ততম এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ৩০-৪০ জন চালক বিক্ষোভ শুরু করেন। তাঁরা মহাসড়কসহ সব রুটে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতির দাবি জানান। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
অটোরিকশাচালকদের দাবি, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের করা আইন অনুযায়ী মহাসড়কে উঠলেই সিএনজিচালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তাঁদের অভিযোগ, পুলিশের অসাধু কিছু কর্মকর্তা তাঁদের চলতে না দিলেও উৎকোচের বিনিময়ে নির্দিষ্ট কিছু অটোরিকশাকে মহাসড়কে চলতে দিচ্ছে। মহাসড়কসহ সব সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, মহাসড়কে থ্রি–হুইলার চলাচল নিষিদ্ধ। এই থ্রি–হুইলার চলাচলের দাবিতে ৩০-৪০ জন অটোরিকশাচালক শিমরাইলে প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ করেন। পরে তাঁরা বিক্ষোভ করতে করতে কাঁচপুরের দিকে চলে যান। পুলিশের হয়রানির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মহাসড়কে আইন অমান্য করে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেই তাঁদের মামলা দেওয়া হয়।