গাজীপুরে যৌথবাহিনীর অভিযান, শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে আটক ১

গ্রেপ্তারপ্রতীকী ছবি

গাজীপুরে পোশাকশ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে উসকে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোরে নগরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. মনিরুজ্জামান (৪৬)। তিনি গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার বাসিন্দা ও পেশায় একজন নিরাপত্তাকর্মী।

পুলিশ জানায়, বেশ কয়েক দিন ধরে গাজীপুর শিল্প এলাকা টঙ্গী, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় পোশাক তৈরি কারখানায় বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। হঠাৎ করে শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টি হওয়ায় কলকারখানার মালিক ও সংগঠনের নেতারা মনে করছেন এতে তৃতীয় পক্ষের উসকানি আছে। এই অস্থিরতা বন্ধ করতে গত সোমবার থেকে গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল রাতে অভিযান চালিয়ে কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকায় বিসিকের নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামানকে আটক করা হয়।