তেঁতুলিয়া সীমান্ত দিয়ে পাচার চেষ্টার সময় রোহিঙ্গা ৩ কিশোরী আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দরজিপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় রোহিঙ্গা তিন কিশোরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকাল সাতটায় উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা দরজিপাড়া গ্রামের ৪২১ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিজিবির শারিয়ালজোত বিওপির টহলরত সদস্যরা মঙ্গলবার ভোর পাঁচটার দিকে জানতে পারেন, সীমান্তের ৪২১ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় একটি পাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গা নারীকে ভারতে পাচারের চেষ্টা করছে। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালালে স্থানীয় দরজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পাচারকারীদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করেন। পাচারকারীরা পালিয়ে গেলেও সেখান থেকে তিন কিশোরীকে আটক করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায় তারা তিনজনই রোহিঙ্গা। কক্সবাজারের ইসমাইল নামের এক ব্যক্তি তাদের তিনজনকে গত সোমবার পঞ্চগড়ে নিয়ে এসেছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি ওই তিনজনকে ফেলে পালিয়ে গেছেন। পরে আটক কিশোরীদের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যায় বিজিবি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিজিবির আটক করা দুই কিশোরী এবং এক তরুণীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তারা তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটক কিশোরীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজারের ইসমাইল নামের এক ব্যক্তি তাদের এই এলাকায় বিয়ে দেবেন, এমন প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছেন। তবে তাদের ভারতে পাচার করা হবে, এই বিষয়টি তারা (মেয়েরা) জানত না। এমনকি পলাতক ইসমাইল সম্পর্কেও তারা বেশি কিছু জানে না বলে জানিয়েছে। আটক কিশোরীদের দেওয়া তথ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।