ছাত্র–জনতার আন্দোলনে হামলা, সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমানছবি সংগৃহীত।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাইমুড়ী বাজারের বড় মসজিদের সামনে থেকে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম। প্রথম আলোকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা খলিলকে গ্রেপ্তার করা হয়।

তিনি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।