ময়মনসিংহ-২ ও ৪ আসনে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী
ময়মনসিংহের দুটি আসনে বিএনপির দুজন সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান ওরফে দুলু। তাঁরা দুজনই গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহ শহীদ সারোয়ার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। দেলোয়ার হোসেন খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। সংসদ সদস্য হওয়ার আগে দেলোয়ার ময়মনসিংহ পৌরসভার মেয়র ছিলেন। এই দুই নেতাই বিএনপির রাজনীতিতে সংস্কারপন্থী হিসেবে পরিচিত।
এই দুই নেতাই বিএনপির রাজনীতিতে সংস্কারপন্থী হিসেবে পরিচিত।
বিএনপির সাবেক এই দুই সংসদ সদস্য অনেকটা গোপনীয়তার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের কাছে দেলোয়ার হোসেন খান নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্কারপন্থী হিসেবে ১৫ বছর ধরে তিনি দলের বাইরে রয়েছেন। সাধারণ মানুষ তাঁকে ভালোবাসেন। মানুষের চাওয়ার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সঠিকভাবে ভোট হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
শাহ শহীদ সারোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ ও ২০১৮ সালেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। দেলোয়ার হোসেন খান ২০০১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে ময়মনসিংহ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।