নাচোলে ম্যুরাল ভাঙচুর করল দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল বাসস্ট্যান্ডে ‘মিটু চৌধুরী সড়ক’–এর ফলকে থাকা ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাঙচুরের পরে বামের ছবিটি আজ শুক্রবার সকালের। ভাঙচুরের আগে ডানের ছবিটি সম্প্রতি তোলা।ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল বাসস্ট্যান্ডে ‘মিটু চৌধুরী সড়ক’–এর ফলকে থাকা ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় সড়কসংলগ্ন স্মৃতিফলকে থাকা প্রয়াত মিটু চৌধুরীর ম্যুরালটি একদল দুর্বৃত্ত ভেঙে ফেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলেন, মিটু চৌধুরী নাচোল উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নাচোল পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেন। বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। এলাকাবাসীর কাছে তিনি জনপ্রিয়। তাঁর ম্যুরালটি ভেঙে ফেলা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন

২০২০ সালের ১৬ নভেম্বর  নাচোল বাসস্ট্যান্ড থেকে নাচোল রেলস্টেশন পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা ‘মিটু চৌধুরী সড়ক’ নামে নামকরণ করা হয়। এই উপজেলায় প্রথমবারের মতো এই সড়কটিরই নামকরণ করা হয়। সড়কসংলগ্ন জায়গায় মিটু চৌধুরীর স্মৃতিফলটি ছিল।  

প্রয়াত মিটু চৌধুরী নাচোল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি নাচোল উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নাচোল পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ছিলেন।