নওগাঁয় দুটি পিকআপের সংঘর্ষে চালকসহ নিহত ২
নওগাঁর পত্নীতলা উপজেলায় আম ও মাছ বহনকারী দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একটির চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর পিকআপের চালক ও তাঁর সহকারী। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার করমজাই মোড় এলাকায় নজিপুর-সাপাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুড়িগ্রাম সদর উপজেলার জোতগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই জেলার রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিনের ছেলে মো. শাহিন (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে সাপাহার উপজেলা সদর আমবাজার থেকে আমবাহী একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশে রওনা দেয়। সকাল ৬টার দিকে পিকআপ ভ্যানটি নজিপুর-সাপাহার সড়কের করমজাই মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বহনকারী অপর একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমবাহী পিকআপের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাছবাহী পিকআপের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। তাঁরা দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, নিহত দুজনের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর দুর্ঘটনাকবলিত পিকআপ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।