সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ৭৮ দিন পর ফেরত দিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইউছুফ আলীর (২৬) লাশ ৭৮ দিন পর ফেরত দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভারতের পুলিশ ও বিএসএফ পাটগ্রাম থানা–পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।
ইউছুফ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেছেরডাঙ্গা গ্রামের বাসিন্দা শাহ জামালের ছেলে। চলতি বছরের ৫ জুন কালীরহাট সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউছুফের লাশ গ্রহণের পর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন ইউছুফসহ সাত থেকে আটজন গরু ব্যবসায়ী কাঁটাতারের ভেতর দিয়ে গরু পারাপারের চেষ্টা চালান। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ইউছুফের পেটে ও হাতে গুলি লাগে। ঘটনাস্থলে তিনি মারা যান। পরে বিএসএফের সদস্যরা লাশটি ভারতে নিয়ে যান।