কুষ্টিয়ায় লালন একাডেমির কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবিতে ডিসিকে আলটিমেটাম
কুষ্টিয়ায় লালন একাডেমির অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা ‘আওয়ামী লীগের দোষর ও হত্যা মামলার আসামিদের নিয়ে’ আসন্ন লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস পালনের প্রস্তুতি নেওয়ার অভিযোগ করেন।
বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে লালন একাডেমির অ্যাডহক কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, ‘শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ ছাত্র–জনতাকে বাদ দিয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আওয়ামী লীগের দোসর ও হত্যা মামলার আসামিদের নিয়ে বাউলসম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস পালনের প্রস্তুতিমূলক সভা করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক।’ তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান কমিটি ভেঙে ছাত্র–জনতা ও সব পর্যায়ের নেতাদের দিয়ে নতুন কমিটি করতে হবে। তা না হলে পুনরায় মানববন্ধন, কঠোর আন্দোলন–সংগ্রাম করা হবে।
জেলা প্রশাসকের উদ্দেশে আরেক সমন্বয়ক আলমাস মামুন বলেন, ‘এই রাষ্ট্র আমাদের। এই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সেটা ঠিক করব আমরা। এই রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে এসেছি আমরা। আমরা কোনো গোলটেবিলের মাধ্যমে রাষ্ট্রকে বুঝে নিইনি। আমরা কিন্তু আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে এই রাষ্ট্রকে বুঝে নিয়েছি। তাই সাবধান। আমাদের হালকাভাবে নিয়েন না।’
শাম্মী হক নামের আরেক সমন্বয়ক বলেন, ‘৫ আগস্ট আন্দোলনে এক মিনিটও লাগেনি শেখ হাসিনাকে পদত্যাগ করাতে। সুতরাং লালন একাডেমি বাঁচাতে এ কমিটি ভাঙতে আমাদের এক সেকেন্ডও লাগবে না।’
লালন একাডেমি সূত্রে জানা যায়, ২০১৩ সালে নির্বাচনের মাধ্যমে সর্বশেষ তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষে ২০১৭ সাল থেকে অ্যাডহক কমিটি চলে আসছে। পদাধিকার বলে কমিটির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক। কমিটিতে সদস্য রয়েছে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হক, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মনজু।
এ বিষয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মোছা. শারমিন আখতার বলেন, তিরোধান দিবস আসন্ন। এ মুহূর্তে কমিটি ভেঙে গঠন করা সম্ভব নয়।