বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

মামলাপ্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বগুড়া জেলার সাবেক সহসভাপতি আবদুস সবুর ওরফে তুহিনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গতকাল রোববার রাতে আদমদীঘি থানায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা করেন। আজ সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী বিদেশে থাকতেন। এ সময় আবদুস সবুর তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় পরিবারের ক্ষতি করার হুমকিও দেন। একপর্যায়ে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধূ ঘুমিয়ে পড়লে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকিও দেন। ১৬ ডিসেম্বর ওই গৃহবধূর স্বামী দেশে ফিরলে ঘটনা খুলে বলেন ভুক্তভোগী নারী।

এ বিষয়ে অভিযুক্ত আবদুস সবুরের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা করেছেন। আজ ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।