পাবনা-৩: হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতাকে অনুসন্ধান কমিটির শোকজ
পাবনা-৩ আসনে ‘মকবুল হোসেন ছাড়া কেউ ভোট করতে পারবে না’ বলে হুমকি দেওয়া পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধানী কমিটি। আজ সোমবার সকালে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য এবং যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম এই নোটিশ দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে মিজানুর রহমানকে আদালতে তাঁর বক্তব্যর ব্যাখা দিতে বলা হয়েছে বলেও জানিছেন তিনি।
ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আদালত আমার কাছে বক্তব্যের ব্যাখা চেয়েছে। আদালতের প্রতি সম্মান দেখিয়ে আগামীকাল আমি আমার ব্যাখ্যা উপস্থাপন করব। তবে সেদিনকার বক্তব্য আমার প্রতিপক্ষ ভুলভাবে উপস্থাপন করেছে।’
গত শনিবার দুপুরে ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে চাটমোহর উপজেলা সদরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে পথসভায় মিজানুর রহমান বক্তব্য দেন। বক্তব্যে তিনি পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ‘মকবুল হোসেন ছাড়া কেউ ভোট করতে পারবে না’ এমন হুমকি দিয়ে বলেন, ‘আমরা কথা দিচ্ছি, যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেব না। শুধু ছাত্রলীগ কেন, ভবিষ্যতে যুবলীগ, আওয়ামী লীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেব না।’