নির্বাচন বর্জনের ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান সমশের মবিন চৌধুরীর

সমশের মবিন চৌধুরী
ছবি: প্রথম আলো

নির্বাচন বর্জনের ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মুবিন চৌধুরী। তিনি বলেন, ‘রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে গিয়ে মানুষের কথা বলতে হবে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদেরা তা না করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে যদি অংশগ্রহণই না করেন, তাহলে মানুষের কথা কীভাবে সংসদে তুলে ধরবেন?’

আরও পড়ুন

গতকাল মঙ্গলবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকার নিজ বাড়িতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সমশের মবিন চৌধুরী। তিনি এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন

সমশের মবিন চৌধুরী বলেন, ‘মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন বর্জনের ট্র্যাডিশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশে পদ্মা সেতু ও এলিভেটেড এক্সপ্রেসের মতো বড় ধরনের উন্নয়ন হয়েছে। কিন্তু সিলেট-৬ আসন এর ব্যতিক্রম। সঠিক নেতৃত্ব না থাকায় জনগণ ভুক্তভোগী হচ্ছেন।’

আরও পড়ুন