বাল্যবিবাহের দুই মাস পর কিশোরীর লাশ উদ্ধার
কুমিল্লার তিতাস উপজেলায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার বাতাকান্দি বাজারের ফরিদ মিয়ার বহুতল ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই কিশোরীর নাম রিয়া মনি (১৬)। দুই মাস আগে তার বাল্যবিবাহ হয়েছিল। সে তিতাসের বাতাকান্দি সরকার সাহেব আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
রিয়া মনি হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারী গ্রামের মৎস্যজীবী জাবেদ মিয়ার মেয়ে। সে পরিবারের সঙ্গে তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের ফরিদ মিয়ার বহুতল ভবনের তিনতলায় ভাড়া ফ্ল্যাটে থাকত।
বাতাকান্দি সরকার সাহেব আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান জানান, রিয়া মনি তাঁর বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী। দুই মাস আগে তার মা-বাবা তাকে বাল্যবিবাহ দেওয়ার পর থেকে সে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাস আগে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের রাকিব মিয়ার সঙ্গে বিয়ে হয় রিয়া মনির। বিয়ের পর থেকে রিয়া মনি মা-বাবার সঙ্গেই থাকত। রাকিব শ্বশুরবাড়িতে যাওয়া-আসা করতেন। তিন দিন বেড়ানোর পর গত সোমবার রাকিব শ্বশুরবাড়িতে থেকে নিজ বাড়িতে যান। প্রায়ই রিয়া মনি ও রাকিবের মধ্যে ঝগড়া হতো।
রিয়া মনির মা কুহিনুর আক্তার জানান, আজ বেলা ১১টার দিকে নাশতার জন্য রুটি খেতে চায় রিয়া মনি। এ জন্য তিনি রুটি–সবজি আনতে বাসার নিচের রেস্টুরেন্টে যান। ওই সময় বাসায় রিয়া মনিই ছিল। তার বাবা ও ছোট দুই ভাই বাসার বাইরে ছিলেন। তিনি বাসায় ফিরে দেখেন, বাসার দরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে তিনি থানা–পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। এ সময় বৈদ্যুতিক পাখার সঙ্গে দড়িতে রিয়া মনির লাশ ঝুলতে দেখেন তাঁরা।
কুহিনুর আক্তারের দাবি, ‘স্বামী- স্ত্রীর কলহের একপর্যায়ে স্বামীর সঙ্গে অভিমান করে রিয়া মনি আত্মহত্যা করেছে।’ রিয়া মনির সহপাঠীরা জানায়, রিয়া নিয়মিত ছাত্রী ছিল। বিয়ের পর থেকে হঠাৎ বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। তবে লেখাপড়া এখনো চালিয়ে যাচ্ছিল।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা জাবেদ আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।