রাজবাড়ীতে পদ্মার ঘোলা পানিতে ধরা পড়ছে বড় বড় মাছ

পদ্মা নদীতে ধরা পড়া ১৬ কেজি ওজনের এই কাতলা মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়। আজ রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে
ছবি: প্রথম আলো

বৃষ্টির পাশাপাশি ঢলে রাজবাড়ীর পদ্মা নদীতে পানি বাড়ছে। সেই সঙ্গে নদীর পাড় ভেঙে পানি ঘোলা হয়েছে। এ অবস্থায় পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।

আজ রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার এক ব্যবসায়ী দুই কেজি ওজনের একটি ইলিশ সাড়ে ছয় হাজার টাকা, সাড়ে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ ২১ হাজার টাকা ও ১৬ কেজি ওজনের একটি কাতলা ২৪ হাজার টাকায় কেনেন। স্থানীয় অধিকাংশ মাছ ব্যবসায়ী দু-তিন দিন ধরে পদ্মা ও যমুনা নদীর বড় মাছ বেচাকেনা করছেন।

দৌলতদিয়া ঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘নদীতে বর্তমানে পানি বাড়ার সঙ্গে পাড় ভেঙে পানি ঘোলাটে হচ্ছে। আষাঢ় মাস চলায় স্রোতও বইছে। সব মিলিয়ে মাছ বিচরণের উত্তম সময় চলছে এখন। এ কারণে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। আমি নিজেই আজ বাজার থেকে প্রায় এক লাখ টাকার মাছ কিনেছি।’
ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা, সোহেল শেখসহ কয়েকজন বলেন, পদ্মা ও যমুনা নদীতে বর্তমানে জেলেদের জালে বড় রুই, কাতলা ও পাঙাশ মাছ ধরা পড়ছে। সেই সঙ্গে মহাবিপন্ন প্রাণী বাগাড় মাছও ধরা পড়ছে।

গোয়ালন্দের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কয়েক দিন ভালো মাছ ধরা পড়ে। কয়েক দিন বিরতির পর নদীতে পানি বাড়ায় আবারও নানা ধরনের বড় মাছ ধরা পড়ছে।