টেকনাফের নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে ‘মাদক কারবারিদের’ গোলাগুলি, একজন নিহত

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে আজ শনিবার ভোরে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্ডিশন কমান্ডার জালাল উদ্দিন বলেন, আজ ভোরে শাহপরীর দ্বীপের নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ টেকনাফ থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজ দুপুরে টেকনাফ হাসপাতাল থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তি মাদক কারবারি বলে সন্দেহ করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, আজ ভোর চারটার দিকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে কোস্টগার্ড। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে টেকনাফ পুলিশ হাসপাতালে এসে মরদেহ নিয়ে যায়।