পঞ্চগড়ে দুটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করল জামায়াত

মো. ইকবাল হোসাইন (বাঁয়ে) ও মো. সফিউল্লাহ সুফি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাতে পঞ্চগড় জেলা জামায়াতের কার্যালয়ে জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই দুটি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

দলীয় প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসনে জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন এবং পঞ্চগড়-২ আসনে বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতার অংশ হিসেবে এই দুজনের নাম ঘোষণা করা হলো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জেলা জামায়াতের সাবেক আমির ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক এবং পঞ্চগড়-২ আসনে জামায়াত নেতা আজিজুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়নি জামায়াত। ২০২৪ সালের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবদুল খালেক মারা যান। একই বছরের মার্চে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আজিজুল ইসলাম। এই দুজনের মৃত্যুর পর থেকেই পঞ্চগড়ের দুটি আসনে জামায়াতের দলীয় মনোনীত কোনো সংসদ সদস্য প্রার্থী ছিলেন না।