কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের সামনেছবি: প্রথম আলো

সারা দেশে ছাত্র–জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা–মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার মাথায় লাল কাপড় বেঁধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কিশোরগঞ্জ আদালতের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আদালত প্রাঙ্গণ।

এর আগে বেলা ১১টা থেকে জেলা শহরের বিয়াম  ল্যাবরেটরি স্কুলের মাঠে এসে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে এখান থেকে মাথায় লাল কাপড় বেঁধে আদালতের দিকে মার্চ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেনের বক্তব্যের মাধ্যমে শেষ করা হয় কর্মসূচি।

ইকরাম হোসেন জানান, তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে বিক্ষোভ চলাকালে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যদের সতর্ক পাহারায় থাকতে দেখা যায়।