ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট, ভোগান্তি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কারণে দীর্ঘ ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পেন্নাই এলাকা থেকে শুরু হওয়া যানজট মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা পর্যন্ত পৌঁছায়।
সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরানোর পর রাত নয়টার দিকে মহাসড়কের যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। এতে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
আজ বিকেল পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির স্বল্পপেন্নাই রাবেয়া সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী বালুবাহী একটি ট্রাক ও পোশাক কারখানার পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উদ্যোগে ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে যান চলাচল শুরু হলে মহাসড়কে ব্যাপক যানজট দেখা দেয়। সরেজমিনে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ ও মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
ঢাকা থেকে নোয়াখালীর রায়পুরগামী ইকোনো পরিবহনের বাসচালক শাকিল মিয়া বলেন, দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ শহীদনগর থেকে ঢাকাগামী লেনে উল্টো পথে যানবাহনগুলো প্রবেশ করানোয় মহাসড়কের যানজট তীব্র আকার ধারণ করে।
কুমিল্লাগামী একটি বাসের চালকের সহকারী মো. ইউনুস বলেন, পুলিশ যানজট তীব্র দেখে উল্টো পথে যানবাহন চলাচল করতে দিয়ে তাঁদের বিপাকে ফেলেছেন। উল্টো পথে যানজটে পড়ে ভোগান্তি বেড়েছে।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আজ দাউদকান্দির ইলিয়টগঞ্জে দুটি, জিংলাতলীতে একটি, স্বল্পপেন্নাইয়ে দুটিসহ মোট পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একের পর এক দুর্ঘটনায় যানজট বেড়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানের মালামাল অন্যত্র সরিয়ে এবং রেকার এনে যানবাহন দুটি অন্যত্র সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে যানবাহনের চাপ থাকায় কিছুটা যানজট আছে।