দুই মাসের আন্দোলনের পর ফরিদপুর স্টেশনে থামল চন্দনা কমিউটার ট্রেন

দুই মাসের আন্দোলনের পর ট্রেনটি স্টেশনে থামলে আন্দোলনকারীরা করতালির মাধ্যমে এটিকে স্বাগত জানান। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর রেলওয়ে স্টেশনেছবি: প্রথম আলো

চালুর ৬৫ দিন পর রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর স্টেশনে যাত্রাবিরতি দেওয়া শুরু করেছে। রাজবাড়ী ছেড়ে আসা ট্রেনটি আজ মঙ্গলবার সকাল ৫টা ৪০ মিনিটে ফরিদপুর রেলস্টেশনে এসে থামে। ২ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি সকাল ৫টা ৪২ মিনিটে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।

দুই মাসের আন্দোলনের পর ফরিদপুরে চন্দনা কমিউটার ট্রেন যাত্রাবিরতি দেওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় লোকজন। গত ৫ মে ট্রেনটি চালু হওয়ার পর রাজবাড়ী থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গা গেলেও ফরিদপুর স্টেশনে যাত্রাবিরতি না দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। উদ্বোধনের দিন থেকে গত ৫ জুন পর্যন্ত ট্রেনটি যাওয়া ও আসার পথে ফরিদপুর রেলস্টেশনে তিনবার অবরোধের মুখে পড়ে। আজ ভোরে ট্রেনটি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা করতালির মাধ্যমে স্বাগত জানান।

তরুণ আন্দোলনকারী আবরার নাদিম বলেন, ‘আজ আমাদের আন্দোলনের সফলতা পেয়েছি। এতে ফরিদপুরবাসী ভীষণ উপকৃত হবে। আমরা সকালে ঢাকায় অফিসও করতে পারব এবং প্রয়োজনীয় কাজ শেষে সন্ধ্যায় আবার ফিরে আসতে পারব।’

ফরিদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার তাকদির হোসেন বলেন, শুক্রবার ছাড়া ছয় দিন ট্রেনটি চলবে এবং ফরিদপুর স্টেশনে থামবে। এখানে ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। এ ছাড়া ভাঙ্গায় গিয়ে নাম পরিবর্তন (ভাঙ্গা কমিউটার ট্রেন) হওয়ার কারণে নতুন করে টিকিট কেটে নিতে হবে। একইভাবে ট্রেনটি ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে এবং রাত আটটায় ফরিদপুরে পৌঁছাবে।