ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড, সোয়া ৩ ঘণ্টায় পুড়েছে তিন একর বনভূমি

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার রাতে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটেছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডে প্রায় তিন একর বনভূমি পুড়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার পর বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন লাগার সোয়া তিন ঘণ্টা পর রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধীন চানপুর এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সংরক্ষিত বনাঞ্চলটির গজারি ও সেগুনগাছের নিচে বেতবাগান ছিল। শুকনা পাতার স্তূপে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পান বন বিভাগের কর্মীরা। পরে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। বেতগাছের ভেতর দিয়ে শুকনা পাতায় আগুন ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

রাত আটটার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ করেন। রাত সোয়া নয়টায় বনের আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান। তিনি বলেন, কী কারণে আগুন লেগেছে, তা এখন বলা যাচ্ছে না।

বন বিভাগের আঙ্গারগারা বিটের কর্মকর্তা মো. মাজহারুল হক প্রথম আলোকে বলেন, ইফতারের আগমুহূর্তে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুনের খবর পান। আগুন লাগা স্থানটিতে গজারি ও সেগুনবাগান ছিল। নিচে বেতবাগান ও ছোট ছোট অন্য গাছও ছিল। শুকনা পাতার স্তর ছিল এলাকাটিতে। নেভানোর চেষ্টা করেও বেতের কাঁটার কারণে ভেতরে প্রবেশ করা যায়নি, দ্রুত আগুনও ছড়াতে থাকে।

মাজহারুল হক আরও বলেন, কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হয়েছে। এ ছাড়া আগুন লাগার কোনো কারণ নেই। বনের ক্ষতি করার জন্যই আগুন দেওয়া হয়েছে। আগুনে অন্তত তিন একর বনভূমির বেতবাগান ও ছোট গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।