চৌদ্দগ্রামে খালে পাওয়া গেল বস্তাবন্দী কঙ্কাল
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দৈয়ারা-বরৈয়া সড়কের চাটিতলা এলাকার শুকনা খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা একটায় কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে কৃষ্ণচরা খাল খননের কাজ চলছে। খননকাজে নিয়োজিত লোকজন বস্তাবন্দী কঙ্কালটি দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দেন। এরপর চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, কৃষ্ণচরা খাল থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের পাশে পাওয়া বস্ত্র ও বেল্ট দেখে ধারণা করা হচ্ছে, এটি পুরুষের কঙ্কাল। ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে, যখন খাল পানিতে পূর্ণ ছিল, তখন বস্তাবন্দী লাশটি ভেসে এসেছিল। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।