নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সড়ক বিভাজকে ধাক্কা, আরোহীর মৃত্যু
চট্টগ্রাম নগরে অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী। তাঁর নাম নুরুল আবছার চৌধুরী (৫১)। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নগরের বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর থানার উপপরিদর্শক মো. জহির প্রথম আলোকে বলেন, নুরুল আবছারের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ দিকে হাসপাতালে আনার পর নুরুল আবছারের মৃত্যু হয় বলে জানান তাঁর নিকটাত্মীয় মো. মোজাম্মেল। তিনি জানান, নুরুল আবছার মমতা নামের একটি এনজিও সংস্থার কাঠগড় শাখায় চাকরি করতেন। নগরের অক্সিজেন মোড়ে তাঁর বাসা। প্রতিদিন মোটরসাইকেল করে অফিসে যাওয়া-আসা করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও যাচ্ছিলেন। এই সময় দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মাতব্বর বাড়ির বাসিন্দা। তাঁর এক ছেলে ও স্ত্রী রয়েছে।