বরগুনা বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটা, আহত ৫০
বরগুনা জেলা বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। আজ শনিবার এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সূত্রে জানা গেছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপি বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে। শহরের প্রধান সড়ক ধরে সামনে আগাতে থাকলে শহরের পৌর সুপারমার্কেটের সামনে পুলিশ বিএনপির পদযাত্রা কর্মসূচি আটকে দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা পদযাত্রা নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। একপর্যায়ে পুলিশ বিএনপির নেতা–কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটা ও ধাওয়া খেয়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তাঁরা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন।
বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা প্রথম আলোকে বলেন, ‘দলীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করে আমরা পৌর মার্কেটের সামনে এলে পুলিশ আমাদের বাধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের পুলিশ অতর্কিত লাঠিপেটা করে। এতে আমাদের ৫০-৬০ জন নেতা–কর্মী আহত হয়েছে। পুলিশ আমাদের টাউন হল পর্যন্ত পদযাত্রার অনুমতি দেয়। কিন্তু আমরা পৌর মার্কেটের সামনে এলে পুলিশ বাধা দেয়।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগোচ্ছিলেন। তাঁদের অফিসের সামনে যেতে বলা হয়। তাঁদের পৌরসভার সামনে পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়। তাঁরা তা মেনে শহরের দিকে চলে আসেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সড়কদ্বীপে নেতা-কর্মীরা পড়ে যান। তবে কোনো লাঠিপেটা হয়নি। পরে তাঁরা অফিসের সামনে দুই ঘণ্টা সমাবেশ করেছেন।