ঈদের সেমাই কিনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন বীর মুক্তিযোদ্ধা

ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। আজ সোমবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় বটতলী এলাকায়ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঈদের সেমাই কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় লাশ হয়ে বাড়ি ফিরেছেন ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০)। এ ঘটনায় অটোরিকশাটির চালকও মারা গেছেন। আজ সোমবার সকালে উপজেলার দিওড় বটতলী এলাকায় মেসার্স মমতাজ ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের বাসিন্দা। আর নিহত অটোরিকশাচালক এনামুল হক (৪২) বিরামপুর পৌরসভার পূর্ব জগন্নাথপুর (ঝাউবন) মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে ঈদের জন্য সেমাই কিনতে বের হন বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ। গ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশা বটতলী এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উঠলে অটোরিকশাটির পেছনে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ ও অটোরিকশাচালক এনামুল হক ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক এনামুল হককে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ। পরে তাঁর লাশ বাড়িতে নিয়ে দাফন করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রথম আলোকে বলেন, নিহত দুজনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।