চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়কে অবস্থান নিয়ে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধনছবি: প্রথম আলো

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবি জানিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা তিনটার দিকে গাছের গুঁড়ি ফেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবরোধ শুরু করেন। একই স্থানে মানববন্ধনও করেন তাঁরা।

কর্মসূচিতে বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা ‘মেধাবীদের কান্না, আর না আর না’; ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; ‘মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও পার্বত্য কোটা রেখে বাকি সব কোটা বাতিলের দাবি জানান। পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও এই বৈষম্যমূলক কোটা সংবিধান ও মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী। এটি দেশের মেধাবীদের সঙ্গে একধরনের উপহাস। আমরা চাই, সরকার সব গ্রেডের চাকরিতে অনগ্রসর এলাকা, প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে কোটা সংস্কার করবে। মোট কোটা ৫ শতাংশে সীমাবদ্ধ রাখতে হবে।’

যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, চাকরিতে ৫৬ শতাংশ কোটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। মেধাবীরা পরিশ্রম করে চাকরি পাবেন, কোটায় নয়। এই কোটাব্যবস্থার কারণেই প্রতিবছর হাজারো মেধাবী শিক্ষার্থী দেশ ছাড়ছেন। এতে দেশেরই ক্ষতি হচ্ছে। এই বৈষম্যমূলক কোটাপদ্ধতির সংস্কার করতে হবে।