নোয়াখালীতে স্কুলছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গতকাল বুধবার এক স্কুলছাত্রীকে (১২) বাড়ির সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে নোয়াখালী জেলা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল রাতে একটি মামলা হয়েছে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে ওই ছাত্রীর বাড়িতে মুঠোফোনে কল দেন প্রতিবেশী এক ব্যক্তি (৩০)। ভুক্তভোগী ছাত্রী ওই ব্যক্তির কল রিসিভ করলে তিনি তাকে প্রেমের প্রস্তাব দেন। দুপুর ১২টার দিকে ওই ছাত্রী বাড়ির সামনে একটি দোকানে কেনাকাটা করতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে পাশের একটি কবরস্থানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে স্বজনেরা ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।