চট্টগ্রামে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে–মুচড়ে যায় দুটি বাস। আজ সকালে চট্টগ্রাম নগরের সিঅ্যান্ডবি এলাকায়ছবি পুলিশের সৌজন্যে

চট্টগ্রাম নগরের সিঅ্যান্ডবি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, নগরের কালুরঘাটমুখী সড়ক থেকে আসা একটি বাসের সঙ্গে সিঅ্যান্ডবিমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আহত হন দুই বাসের যাত্রীরা। একটি বাস নগরের কালুরঘাট পতেঙ্গা রুটে চলাচল করে। অন্যটি নিউমার্কেট থেকে কাপ্তাই রাস্তার মাথা। সিঅ্যান্ডবি এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের আনা-নেওয়া করত বাস দুটি।

এ ঘটনায় ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তবে পুলিশ বলছে আহত ব্যক্তির সংখ্যা আরও বেশি হতে পারে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আহত কয়েকজন আশপাশের ফার্মেসিগুলোয় চিকিৎসা নিয়েছে। আহত ব্যক্তিদের তালিকা হয়নি।

ঘটনাস্থলে থাকা চান্দগাঁও থানার উপপরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, বাস দুটি ঘটনাস্থলে আসছে। দুটি কারখানার শ্রমিকদের আনা নেওয়া করত বাস দুটো। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা হাসপাতালে আছেন জানিয়েছেন। তাঁরা আইনগত পদক্ষেপ নিলে ব্যবস্থা নেওয়া হবে।